ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

মোড়েলগঞ্জ ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার এর বিরুদ্ধে মানববন্ধন

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা ৩ নং পুটিখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টানা তিন বারের বিপুল ভোটে নির্বাচিত সদস্য মোঃ রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে বহিরাগত মানুষ ভাড়া করে এনে মিথ্যা তথ্য প্রচার করেন মানববন্ধনের মাধ্যমে, টানা তিন বারের ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলামের সাথে নির্বাচনে বিপুল ভোটে হেরে গিয়ে মোঃ আলিম শেখ মিথ্যা ও অযৌক্তিক তথ্য প্রচার করেন, এবং মানববন্ধনে অংশ গ্রহণ করা সকলেই অন্য ইউনিয়নের যা কিনা ভাড়া করে আনা হয় বলে স্হায়ী দের দাবি, মিথ্যা মানববন্ধনে বলা হয় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া গুচ্ছ ঘর এবং পানির ট্যাংক প্রদানে আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে ইউপি সদস্য মোঃ রফিকুল, ইউপি সদস্যের সুনাম নষ্ট করার জন্য এবং এলাকার মধ্যে অরাজকতা সৃষ্টি করার উদ্দেশ্যেই এ মিথ্যা মানববন্ধন করা হয় বলেও স্হায়ীদের দাবি,এ বিষয় ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম খান ১৮-০২-২০২৪ ইংরেজি তারিখ রোজ রবিবার সকাল ১০ টার ঘটিকায় নিজ ওয়ার্ডে স্হায়ীও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গুচ্ছ গ্রামের বসবাস রত শতশত নারী পুরুষ এই মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন, এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এলাকার স্হায়ী ও বাসিন্দারা বলেন, এমন কোন ঘটনা ঘটেনি এটা ছিল নির্বাচনে হেরে যাওয়ার প্রতি হিংসা, যা কিনা সব সাজানো ও বহিরাগত মানুষ টাকা দিয়ে ভাড়া করে এনে করা হয়েছে, যা সামাজিক ভাবে এলাকায় মান ইজ্জত নষ্ট করার উদ্দেশ্য পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা খবর ছড়িয়ে এলাকার শান্তি নষ্ট করেছেন এবং মানববন্ধনের পর হতে এলাকায় জন সাধারণের মধ্যে উত্তেজনা চলছে, সাংবাদিক দের প্রশ্নের জবাবে ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম খান বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, আমি এ ধরনের কাজের সাথে কখন জড়িত ছিলাম না, এবং ভবিষ্যতে ও থাকবো না, আমি এ রকম কাজে জড়িত নেই বলেই এলাকার সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে এক বার, দু বার নয়, তিন তিন বার ইউপি সদস্য বানিয়েছেন, আমি এই মিথ্যা মানববন্ধনের উক্তি অনুযায়ী কাজের সাথে জড়িত থাকলে মানুষ আমাকে বিপুল ভোট দিয়ে বিজয় করতেন না,আমার সাথে নির্বাচনে বিপুল ভোটে হেরে গিয়ে প্রতি হিংসা মূলক ভাবে এ সব মিথ্যা প্রচার করছে, মিথ্যা প্রচার করে আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হয়রানির চেষ্টা চালানো হইতেছে , যা এলাকার ভাবমূর্তি সহ জন সাধারণের মধ্যে আতংক বিরাজ করছে, ইউপি সদস্য আরো বলেন কেহ যদি এ রকম ঘটনার সাথে জড়িত প্রমান করতে পারে আমি আমার সদস্য পদ থেকে পদত্যাগ করবো, আমি জন সাধারণের সেবার জন্য নির্বাচন করেছি, জন সাধারণ অর্থ হাতিয়ে নিতে নয়,আমি এই অযৌক্তিক, বিক্তিহীন ও মিথ্যা মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,সেই সাথে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

ads

Our Facebook Page